স্টাফ রিপোর্টার : চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, হ্যালো পুলিশের মাধ্যমে পুলিশের সেবা এখন আপনাদের দৌড়গোড়ায় পৌছেছে।
আপনারা কোনো ঘটনা ঘটলে যখন থানায় ফোন করেন তখনই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে। জনগনের জানমাল নিরাপত্তা ও আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করে। আপনারা জন-সাধারণ যদি সত্য তথ্য আমাদের নিকট তুলে ধরেন তাহলে অপরাধীদের আটক ও অপরাধ নির্মূল কাজ আমাদের জন্য অনেক সহজ হবে। আপনার ওসি আপনার দোড়গোড়ায় নামে পুলিশের আরেকটি কার্যক্রম শুরু হয়েছে।
এ কার্যক্রমের আওতায় কমিউনিটি পুলিশিং প্রতিটি বিট অফিসে এসে ও এলাকার মতবিনিময়ের মাধ্যমে ওসি নিজেই আপনাদের কথা শুনবে। কমিউনিটি পুলিশিং অঞ্চল-৭ ও চাঁদপুর মডেল থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অঞ্চল কমিটির সভাপতি শাহআলম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হারুন, অপারেশন ও সিপিআই আঃ রব।
আরো বক্তব্য রাখেন, বিট পুলিশিং-১ এর কর্মকর্তা এসআই রাশেদ, অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, ক্লাব রোড মহল্লা কমিটির সভাপতি মোঃ আহসান উল্যাহ, নিশি রোড মহল্লা কমিটির সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল প্রমুখ।