চাঁদপুর খবর রিপোর্ট ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয় এর আওতাধীন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের জানুয়ারি-জুন ২০১৮ ব্যাচের কম্পিউটার অফিস অ্যপ্লিকেশন কোর্সের ফাইনাল পরীক্ষা শুক্রবার (২৯ জুন) সকাল ১০টায় প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বাবুরহাট, চাঁদপুর ভেন্যুতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
২৬তম ব্যাচের নিবন্ধনভূক্ত ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা প্রশাসক মোহদয়ের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবিদা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়চাঁদপুর এর উপপরিচালক রজত শুভ সরকার, সরকারি শিশু পরিবার চাঁদপুর এর তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) সফিউদ্দিন মিঠু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সমাজসেবা অফিসার অ্যাড. মাহমুদুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি ও চাঁদপুর টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাকটর ফারুক আহমেদ, প্রশিক্ষক ইমরান হোসেন এবং পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৫ম ব্যাচের (জুলাই-ডিসেম্বর ২০১৮) ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। যোগাযোগ : ০১৬৭৪০৭২১৪৭