চাঁদপুরে নবনির্মিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয় এর দক্ষতা, উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এম পি।

তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপন করছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সজীব ওয়াজেদ জয় এর যোগ্য উত্তরসুরী। দশবছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করলে তা প্রতীয়মান হয়।

এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) আমিনুল ইসলাম বাবুল,কাউন্সিলার মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment