আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নদীর পাড়ের বেদে পল্লী, বড় স্টেশন, লঞ্চঘাট ও কোর্ট স্টেশনে শীত বস্র ও কম্বল বিতরণ করেন।
পৌষের শুরুতেই চাঁদপুরসহ সারাদেশে শীত জেঁকে বসেছে। গত বুধ ও বৃহস্পতিবার সারাদিন শৈত্যপ্রবাহ বইতে থাকায় শীতের প্রকোপ বাড়তে থাকে। গত বৃহস্পতিবার সারাদিন সূর্যের কোনো দেখা মিলেনি। আর বাতাসে বাড়তি আর্দ্রতায় শীতকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই শীতে হিমশিম খেতে হচ্ছে চাঁদপুরবাসীকে।
এ কনকনে শীতে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান শহরের বিভিন্ন স্থান ঘুরে এবং নদীর পাড়ের বেদে পল্লীতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
এ সময় তার জেলা প্রশাসকের সহধর্মীনি তুহিন পারভিন ,এনডিসি মেহেদী হাসান ,নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন । উপজেলা পর্যায়ে ইউএনওগণ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বড় স্টেশন, লঞ্চঘাট ও কোর্ট স্টেশন এলাকায় চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নিজেই পর্যবেক্ষণ করে শীতবস্ত্র বিতরণ করবেন।