শাহতলীতে কর্মচারীদের মাঝে ঈদ উপহার প্রদান

চাঁদপুর খবর রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী কামিল মাদ্রাসা,জিলানী চিশতী কলেজ , জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়,২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত পুরুষ ও মহিলা চতুর্থ শ্রেণীর (এমএলএসএস ) কর্মচারীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে ।

কর্মচারীদেরকে ঈদের আগেরদিন আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার প্রদান করেন স্থানীয় জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

এ ব্যাপারে স্থানীয় জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান,প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহতলীতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সামান্য ঈদ উপহার দিয়ে থাকি ।

এতে তারা খুশী হয় । এ ধারা অব্যাহত থাকবে ।

একই রকম খবর