চাঁদপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ভাতা প্রদান 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিগত বছরের ন্যায় এ বছরও অনুদান, শিক্ষা বৃত্তি ও চিকিৎসা ভাতা প্রদান করা হয়ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের চাঁদপুর মডেল থানা সংলগ্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেন্দ্র নারায়ন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মইনুল হাসান। এই সময় তিনি বলেন, আমি যখন ২০১৪ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করি, তখন দেখেছি সেখানকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর একটি কৃষ্ণচুড়া গাছের নিচে বসে তাদের কার্যক্রম চালাত। পরবর্তীতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকার পর সেই কৃষ্ণচুড়া গাছের নিচে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি সেড নির্মাণ করে দেই। একদিন আমরাও আপনাদের পর্যায়ে আসতে হবে। আজকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর ৩ লাখ ২১ হাজার ৩শ টাকার যে অনুদান পেয়েছে তাই অনুদান শিক্ষা বৃত্তি ও চিকিৎসা ভাতা হিসেবে বিতরণ করছে। এটি একটি মহতী কর্মকাÐ। এটি হলো শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। আজ তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একই সাথে জাতীয় ৪ নেতাকে স্মরণ করছি। আমরা ধিক্কার জানাই স্বাধীনতার পরাজিত শত্রæ যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে তাদেরকে।

এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুরের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৪ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে ১ লাখ ১৯ হাজার টাকা। এককালীন অনুদান হিসেবে ৫৫ জনকে ১ লাখ ৮ হাজার টাকা, জরুরি চিকিৎসা ভাতা হিসেবে ৯৪ হাজার ৩শ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ নুরুজ্জামান মিয়া ও গীতা পাঠ করেন কেশব চন্দ্র মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।

একই রকম খবর

Leave a Comment