শাহতলী জিলানী চিশতী উবির কর্মচারী মোস্তফা মিজি গুরুতর অসুস্থ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির (এমএলএসএস) কর্মচারী পরিশ্রমী প্রতিষ্ঠানের জন্য নিবেদিত মোঃ মোস্তফা মিজি গুরুতর অসুস্থ।

গত তিনদিন যাবত ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ক্যাডিওলজি বিভাগে (২য়তলা) চিকিৎসাধী রয়েছে। সে হৃদরোগ,শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার অবস্থা আংশকাজনক।

গত ১৪ জুন রাত ১১টায় তাকে হাসপাতালে দেখতে যান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তিনি খোঁজখবর নেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তার দ্রæত আরোগ্য কামনা করছেন ও সবার নিকট তার জন্য দোয়া কামনা করেন।

একই রকম খবর