মতলব উত্তর ইউএনও’র কর্মস্থলের এক বছর পূর্ণ হওয়ায় অভিনন্দন

চাঁদপুর খবর রিপোর্ট ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর মতলব উত্তর উপজেলায় দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্ণ হওয়ায় উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে রোববার (১ জুলাই) অভিনন্দন জানিয়েছেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এক বছরে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, অবৈধ ড্রেজিং, বাল্য বিবাহ, নকলমুক্ত পাবলিক পরীক্ষা, ঝাটকা ও মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে উপজেলাবাসীর ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

ইউএনও ইতোমধ্যে তাঁর প্রশাসনিক কর্ম তৎপরতা ও দক্ষতার জন্য স্থানীয় মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) চাঁদপুর জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রশংসিত হয়েছেন।

প্রসঙ্গত, ইউএনও মোহদয়ের সক্রিয় ভূমিকায় অফিসার্স ক্লাব ও শিল্পকলার একাডেমির কার্যক্রম আরো বেগবান হয়েছে।

একই রকম খবর

Leave a Comment