মো: রানা সরকার ।। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির সভা কলেজের হলরুমে ২১ জুলাই (শনিবার) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । সভা পরিচালনা করেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ।
গভনির্ং সভায় জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য মানসম্মত ফলাফল অর্জন করতে হবে। শিক্ষকদের নিয়মিত শ্রেনি কার্যক্রম পরিচালনা করতে হবে। শতভাগ ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে । নিয়মিত অভিভাবক সমাবেশ করতে হবে । শিক্ষকদেরকে সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা করতে হবে । ব্যর্থ শিক্ষকদের বিরুদ্ধে গভনির্ং বডিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে । এছাড়াও কলেজের অন্যান্য বিষয়ের ব্যাপারে আলোচনা করা হয়।
সভায় কলেজ গভনির্ং বডির প্রাক্তন সদস্য মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং প্রতি বছর মরহুমের ৪ জুলাই মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠানের উদ্যোগে পালনের সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
গভর্নিং বডির সভায় অংশ নেন কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও ভ‚গোল বিভাগের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: নুরুল বাতেন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষিকা মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মো: সফিক ক্বারী প্রমূখ।