চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দী গ্রামের কলেজ ছাত্র রায়হান পারভেজ খানের নিখোঁজের ১৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যানি।
১৬ দিন অতিবাহিত হয়ে ছেলে রায়হান পারভেজ খানের খোঁজ না পেয়ে ভেঙ্গে পেরেছে তার পরিবার। বাবা-মা এর কান্নার রোল পড়েছে এলাকায়। অনেক খোঁজা-খুজির পরেও পাওয়া যাচ্ছে না রায়হানকে।
এদিকে গত ৮ জুন নিখোঁজ রায়হান পারভেজের পিতা দেলোয়ার হোসেন খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় জিডি করেন। জিডি নং ৩৫৩ তাং ৮/৬/২০১৮ খ্রি:।
জিডির প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেয়া হয় চাঁদপুর মডেল থানার এসআই মোহাম্মদ হোসেনকে। তিন গত বৃহস্পতিবার (২১ জুন) রায়হান পারভেজের এলাকা পরিদর্শন করেন এবং এলাকায় সরজমিন তদন্ত করেন। তবে পরিবার এ তদন্তে সন্তুষ্ট নয়। তাদের দাবি আরো ভালো করে তদন্ত করা এবং নিখোঁজ রায়হান পারভেজকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া।
এদিকে রায়হানের পরিবারটি চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
জানা যায়, হামানকর্দ্দী এলাকার নিখোঁজ রায়হান পারভেজ খান গত বৃস্পতিবার (৭ জুন ) থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার বয়স ১৮ বছর। তার জন্ম তারিখ ২০/৫/২০০০ ইং। সে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে ২০১৮ সনে এইসএসসি পরীক্ষা দিয়েছে। তার পিতা ডা. মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল। তার শাহতলী বাজারে ঔষধের ফার্মেসী রয়েছে। মাতা মিসেস রায়হানা ফেরদাউস। তার বাড়ি হামানকর্দী খান বাড়ী।
এ ব্যাপারে রায়হান পারভেজ খানের পিতা ডাঃ দেলোয়ার হোসেন দুলাল শুক্রবার (২২ জুন) দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে এসেছেন। তিনি জানান, গত (৭ থেকে ২২ জুন) পর্যন্ত প্রায় ১৬ দিন ছেলে রায়হানকে পাওয়া যাচ্ছে না। তিনি এ ব্যাপারে সংবাদপত্রেরও সহযোগিতা কামনা করেছেন । বিষয়টি পুলিশ সুপার শামসুন্নাহারের সুদৃষ্টি কামনা করেছেন । ৭ জুন দুপুর ১টার দিকে রায়হান পারভেজ হাজীগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে। তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ( ০১৯৯৬৪৫১৩৩১ )।
তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজা খোঁজিও করে তার সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় লিখিত আবেদন (জিডি) করা হয়েছে। কেউ যদি সন্ধ্যান পেয়ে থাকেন, তাহলে আমার ব্যাক্তিগত মোবাইল নাম্বার( ০১৮১১১৫৯০৮২) যোগাযোগ করার বিনিত অনুরোধ করছি।