কল্যাণপুর ইউনিয়ন অাওয়ামীলীগের মতবিনিময় সভা

 

এম এম কামাল :  পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,চাঁদপুর-হাইমচর-৩ অাসনের উন্নয়নের রূপকার অালহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন, চাঁদপুরে এখন থেকে শিক্ষার্থীরা  ডাক্তারি পড়তে পারবে।অামি চাঁদপুরের জন্য প্রধান মন্ত্রীর কাছে যা যা চেয়েছিলাম তা এর মাধ্যমেই বুজা যায় বাস্তবায়িত হয়েছে।অামি অামার বাবার কাছ থেকে শিখেছি রাজনীতি করা মানে মানুষের সেবা করা।

 

তিনি নিজের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন,অামার নাম বলে অাজ পর্যন্ত কাউকে খারাপ মন্তব্য শুনতে হয় নাই।কারন অামার অামলে কোন দূর্ণীতি হয় নাই বরং উন্নয়ন হইছে।অার এটা সম্ভব হইছে প্রধান মন্ত্রী অামাকে স্নেহ করেন বলে।তাই এখন থেকে চাঁদপুরের সকল উন্নয়ন জনসম্মুখে তুলে ধরতে হবে।

 

তিনি বলেন, টাকার অভাবে অামাদের ধাপে ধাপে কাজ করতে হচ্ছে।তবুও অাওয়ামীলীগের সময়ে যা উন্নয়ন হয়েছে তা অার কোন সরকরের অামলে হয় নাই।তাই অাগামী নির্বাচনে নৌকা প্রতীকে অাবারো অাপনাদের কাছ থেকে সুযোগ চাই।ব্যক্তি মত বিরোধ থাকলেও দলের সাথে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় অাপনারা নিশ্চিত করবেন।

 

গতকাল ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ৩ নং কল্যাণপুর ইউনিয়ন অাওয়ামীলীগের উদ্যোগে তৃনমূল নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

 

৩ নং কল্যাণপুর ইউনিয়ন অাওয়ামীলীগের চেয়ারম্যান অালহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর পাটোয়ারী সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন,রাজ-রাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত অালী বেপারী,চাঁদপুর সদর উপজেলা অাওয়ানীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সহ-সভাপতি শহিদুল্লাহ খান,সাধারণ সম্পাদক অালী অারশাদ মওয়াজী,সাংগঠনিক সম্পাদক অায়ুব অালী বেপারি,যুগ্ম সম্পাদক অাব্দুল অাজিজ খান,সদর উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি শাহিদা বেগম,জেলা ছাত্রলীগ সভাপতি অাতাউর রহমান পারভে,যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিজি,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান,ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম কামাল প্রমুখ।

 

একই রকম খবর

Leave a Comment