চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

প্রেস বিজ্ঞপ্তি :  ২৩ নভেম্বর রোজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অদ্য আনুমানিক দুপুর ১৪০০ ঘটিকা থেকে ১৮০০ ঘটিকা পর্যন্ত চাঁদপুরের, রাজরাজেশ্বর ইউনিয়ন এর লক্ষীর চর বাজারে ৫ টা দোকানে অভিযান করে ২৫ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল যার আনুমানিক মূল্য ৫ কোটি ২ লক্ষ টাকা এবং একজনকে আটক করে কোস্টগার্ড।

আটককৃত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করে। আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সৈয়দ দ্বীন ইসলাম, সিনিয়র চীপ পেটি অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ।

একই রকম খবর