স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকায় দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে ডুবে যাওয়া কার্গো শ্রমিক রিপন শেখ (২২) নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) সকাল ৯টায় স্থানীয় ডুবুরিরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া কার্গোর ভিতর থেকে রিপনের মরদেহ উদ্ধার করেন। নিহত রিপন শেখের বাড়ী ফরিদপুর জেলার বোয়াল বাড়ী থানায়।
ডুবে যাওয়া এমভি দুলাল কার্গোর মাষ্টার দেলোয়ার হোসেন জানান, সোমবার দিন তারা কার্গো নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলো। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সময় কার্গোটি চাঁদপুরের মেঘনা নদীর মোলহেডের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এম ভি হাজী সালাম নামে অপর একটি কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
এতে করে এম ভি হাজী সালাম কার্গোর ধাক্কায় খুলনাগামী এম ভি দুলাল কার্গোটি ডুবে যায়। তিনি আরো জানান, কার্গোতে তারা মোট ৮ জন ছিলেনা। কার্গোটি ডুবে যাওয়ার সময় তারা ৭ জন সাঁতরে নদীর পাড়ে উঠলেও ঘটনার পর থেকে কার্গোর শ্রমিক রিপনকে আর খুঁজে পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিকদার হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর নৌ-থানা থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।