কাল চাঁদপুরে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : আগামীকাল চাঁদপুর জেলার আট উপজেলার অংশগ্রহণে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ) বিকেলে ৩ ঘটিকায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্রগামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করবেন মতলব উত্তর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা। উক্ত অনুষ্ঠানে সকল উপজেলার খেলোয়ার সহ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির হোসেন পাটোয়ারী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক
গোলাম মোস্তফা বাবু।

একই রকম খবর