স্টাফ রিপোর্টার : কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ‘এম আর চৌধুরী’ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশ গ্রহন করেছেন।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আগত অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটেন জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।
এসময় চাঁদপুর থেকে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সহকারী কমান্ডার মৃনাল কান্তি সাহা, সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাষ্টার, সহকারী কমান্ডার আবুল হাশেম, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটওয়ারী,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক কে এম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহীউদ্দিন ভূইয়া ইরান প্রমুখ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এইদিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এরপর এই বাহিনী পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে এবং এতে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন ত্বরান্বিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এই দিন প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।