কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটির সভা

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব গঠিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক সভা শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নব মনোনীত সভাপতি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সদস্য সচিব ও সুপার এ এইচ এম হেলাল উদ্দিন। সভাপতি তার বক্তব্যে  মাদ্রাসার শিক্ষার গুনগত মান ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য যাবতীয় দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি তার উপর আস্থা রেখে দায়িত্ব প্রদান করায় সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আস্থার প্রতিদান ও অর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় আলোচনা রাখেন মাদ্রাসার দাতা সদস্য মো: শাহজাহান ঢালী, কমিটির কো-অপ্ট সদস্য আলহাজ্ব আবদুস সোবহান মিয়া, অভিভাবক সদস্য মোঃ শরীফ পাটওয়ারী, মোঃ হেলাল মোল্লা, মোঃ কবির হোসেন খান, ইমাম হোসেন, মহিলা সদস্য মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি আঃ মান্নান মিয়া, মোঃ জাহিদুল ইসলাম কাজী ও মাহমুদা আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম দুলু মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিঃ আখতারুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মোঃ কামাল হাজী, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, শাহাজাহান হাওলাদার সাজু, কো-অপ্ট সদস্য আবুল বাশার রনি, ইউনিয়ন আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: জাহাঙ্গীর গাজীসহ এলাকার গন্যমান্য ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

একই রকম খবর