স্টাফ রিপোর্টার : চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪২ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকালে ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোমেন হোসেন ভূঁইয়া।
চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মহন, ফরিদগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও ব্যাংকের পরিচালক আবুল খায়ের পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্যাংকের পরিচালক আলী এরশ্বাদ মিয়াজী, ব্যাংকের পরিচালক মুরাদ হোসেন ,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল রশিদ সর্দার প্রমুখ।
এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সমবায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।