চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহর সমাজ সেবা কার্যালয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) চাঁদপুর সদর ডিএসএস এর উদ্যোগে ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের ১৬ সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে দারিদ্র বিমোচনে আশ্রয়ন প্রকল্প এর আওতায় স্কীমের বিপরীতে ৩লাখ ৬০হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
চাঁদপুরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের ১৬ জন সদস্যের মাঝে ১৬ টি স্কীমের বিপরীতে ৩লাখ ৬০হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণের চেক হস্তান্তর করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন।