খলিশাডুলি গ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ আতংকে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের বাহের খলিশাডুলি গ্রামে গ্যাস লাইন বিষ্ফোরণের আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।

বুধবার ( ৩ জুলাই) ওই এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের স্থলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

আতংকগ্রস্থ এলাকাবাসী জানায়, এখানে শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। যা ঠিকাদার হিসেবে কাজ করছেন বিএনপি নেতা মিশন। তিনি স্কুল নির্মাণের পিলার স্থাপনের উদ্দেশ্যে ভেকু দিয়ে এলোপাথাড়ি মাঠি উঠায়। এতে ওই স্থানের মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ কয়েক ফুট জুড়ে থেথলে গিয়ে গ্যাস লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। স্থানীয় এলাকাবাসী আরো জানায়, এই সরকারি গ্যাস লাইনটি থেকে এখন

ঝুঁকিপ‚র্ণভাবে প্রায় ২০/২৫ টি লাইন চলছে। যা যে কোন সময় বড় ধরনের দ‚র্ঘটনার রূপ নিতে পারে। এখনি যদি গ্যাস লাইনের পাইপ ঠিক করা না হয়। তাহলে এই অসতর্কতার জন্য ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছে ভুক্তভোগী এলাকাবাসী। এদিকে ভুক্তভোগী এলাকাবাসী আরো জানায়, এখন স্কুলের ভবন নির্মাণ শেষ হয়ে গেলে ওই কন্টেকদার মিশন এর কোন আর সমাধান সে করবে না। বরং এলাকাবাসীকে এই বিষ্ফোরণ ঝুঁকিতে রেখেই সরকারি ক্ষতি করা গ্যাস লাইনটি সে দায়সারাভাবে মাটি চাপা দিয়ে দিয়ে দিবে। যাতে করে যে কোন সময় ভয়াবহ দ‚র্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যপারে বাখরাবাদ গ্যাস কোম্পানীর এরিয়া ম্যানেজারের সাথে আলাপ করলে তিনি জানান, আমরা এই অভিযোগটি মৌখিকভাবে জানা মাত্র অভিযুক্ত ঘটনাস্থল ১টি টিম পাঠিয়ে পরিদর্শন করেছি। এতে আমরা অভিযোগর সত্যতা পেয়েছি এবং দেখেছি যে ওই ভবন নির্মাণ করা ঠিকাদার মিশন আমাদের সরকারি লাইন নষ্ট করে ফেলেছে। এখন এটি দ্রæত সমাধান করা প্রয়োজন।

তিনি আরো বলেন, এই গ্যাস লাইনটি ঠিক করার জন্য স্থানীয় ওই ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ১টি অভিযোগের দরখাস্থ আমাদের করতে হবে। তাহলেই আমরা সে আলোকে এই সমস্যার দ্রæত সমাধান করতে পারবো। এদিকে ওই ঠিকাদার মিশনের সাথে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জানা যায়, ওই ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমান চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি এ ব্যপারে অবহিত রয়েছেন এবং তার চিন্তাই এখন এলাকাবাসীর এই সমস্যা সমাধানের মনের কথা। তিনি ভুক্তভুগী মানুষের এ সমস্যা সমাধানে দ্রæত সুদৃষ্টি দিবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা।

একই রকম খবর