খাদেরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন পত্র দাখিল

সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার আসন্ন ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন দাখিল করেছেন ।

গত ১৯ জুন রবিবার ঢাকা ধানমন্ডি ৩ নাম্বারে দলীয় অফিসে মনোনয়ন দাখিল করা হয় ।

আওয়ামী লীগের নৌকা মার্কা মনোনয়নের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার ও ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবিএম মুসা তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তাফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী ।

তারা সবাই আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকায় মনোনয়ন পাবে বলে আশাবাদী । এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য; মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন, যাচাই-বাচাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই।

একই রকম খবর