স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলায় খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজের নবাগত অধ্যক্ষ আফরোজা খাতুনের যোগদান।
গতকাল ১২ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় নবাগত অধ্যক্ষ আফরোজা খাতুনকে ভারপ্রাপ্ত অধক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়া দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় গভর্ণিংবডির সভাপতি মোঃ আঃ আজিজ খান বাদল সহ সদস্যবৃন্দ এবং শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:সাইফুল ইসলাম ,শিক্ষা প্রতিষ্ঠানের বিদোৎসাহী মোঃ লিয়াকত খান, দাতা সদস্য মোঃ দীলশান হোসেন খান, অভিভাবক প্রতিনিধির সদস্য মজিব বকাউল, মোঃ মঞ্জুর আলম পাটওয়ারী, মো. আক্তার খান, মো. আলী বকাউল, মহিলা অভিভাবক প্রতিনিধির সদস্য পাপিয়া ইসলাম, শিক্ষক প্রতিনিধির সদস্য আলাউদ্দিন আহমেদ, মো. সোলায়মান গাজী, আছমা চৌধুরী,
সহ অধ্যাপক সুশীল চন্দ্র রায়, সিনিয়র প্রভাষক মো. আব্দুল মান্নান পাটওয়ারী, ফাতেমা জাহান, প্রভাষক শামীমা হোসাইন, সহকারী শিক্ষক পারভীন সামছ, প্রভাষক গাজী মো. এমরান হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, গোলাম রসুল, সহকারী শিক্ষক মো. শাহজাহান সরকার, মো. ফরহাদ হোসেন, সৈয়দ মাহতাব উদ্দিন, মো. মাসুদ মিয়া, মো. মাহমুদুল হাছান, সামছুন নাহার প্রমুখ।