চাঁদপুর গণপূর্ত বিভাগের ৯৭৮ কোটি টাকায় ৩৩ প্রকল্প বাস্তবায়ন

আবদুল গনি : চাঁদপুর গণপূর্ত বিভাগ ৯৭৮ কোটি টাকা ব্যয়ে ৩৩ টি প্রকল্প বাস্তবায়ন করছে।এর মধ্যে ২০১৭-২০১৮ অর্থবছরের জুনে সম্পন্ন হয়েছে ১৮ টি প্রকল্প। এতে ব্যয় হয়েছে ৩৩০ কোটি ৯ লাখ ২১ হাজার টাকা। ২০১৮-২০১৯ অর্থবছরের ডিসেম্বরে সম্পন্ন হবে আরো ১৫ টি প্রকল্প। এতে ব্যয়ে হচ্ছে ৬৪৮ কোটি ১৬ লাখ ৯ হাজার টাকা।

গণপূর্ত বিভাগ, চাঁদপুরের ২০১৭-২০১৮ অর্থবছরের এক রিপোর্টের ভিত্তিতে এ তথ্য জনো গেছে। গণপূর্ত বিভাগ সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রাপ্ত তথ্য মতে, জুন পর্যন্ত যে সব প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে সেগুলো হলো : ‘২৮ জেলায় আনুসাঙ্গিক সুবিধাসহ জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ শীর্ষক’প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ সিভিল,স্যানিটারি ও বৈদ্যুতিক কাজ সম্পন্ন বাবত ব্যয় হয়েছে ১ কোটি ২২ লাখ ২২ হাজার টাকা।

চাঁদপুর পুলিশ লাইনের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের ৩য় তলা ৩শ’ সৈনিকের ‘ব্র্যাক ফেøার ’ নির্মাণ বাবত ব্যয় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকা । চাঁদপুর পুলিশ লাইনে দোতলা বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ বাবত ব্যয় হয়েছে ৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার টাকা ।

দেশের সকল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স শীর্ষক প্রকল্পের অধীন ‘ চাঁদপুরের সিভিল, স্যানিটারি ও বৈদ্যুত্যিক কাজের জন্যে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়িত হয়েছে।

চাঁদপুর বিটাকে দু’তলা ভীতে ‘অটোমোবাইল ও মেরিন সপ ’ প্রকল্পে ৮৬ লাখ ৬ হাজার টাকা প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ফরিদগঞ্জ পাইকপাড়া ইউপি ভবনের বৈদ্যুত্যিক কাজের জন্যে ৬৭ লাখ ৮৯ হাজার টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে।

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস (৬ষ্ঠ ফেইজ) প্রকল্পের আওতায় চাঁদপুর সদরের বাগাদী,কচুয়ার সাচার,মতলব উত্তরের ফতেহপুর পশ্চিম ও দুর্গাপুর, হাইমচরের হাইমচর, হাজীগঞ্জের বাকিলা ও শাহরাস্তির মেহের এ ৬ ইউনিয়নের ইউপি ভূমি অফিস নির্মাণ কাজের জন্যে প্রতিটির ব্যয় ৬৭ লাখ ৮৯ হাজার টাকা করে ৫ কোটি ৫১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে।

‘৪০ জেলায় ৪০ টি কারিগরি প্রশিক্ষণ ভবন নির্মাণ ’প্রকল্পে চাঁদপুরের একাডেমিক ভবনে ব্যয় ১১ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা ,ডরমেটরি নির্মাণে ৪ কোটি ৮ লাখ টাকা ও অধ্যক্ষ ও উপধ্যাক্ষের আবাসিক ভবন নির্মাণে ১ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন হয়েছে।

চাঁদপুরের নৌ-বন্দরে আধুনিক আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ ভবনের বিভিন্ন কাজে ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। চাঁদপুর জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মাণ ও অন্যান্য কাজে ৮৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হয়েছে।

চাঁদপুর পাবলিক লাইব্রেরি (৬ষ্ঠ তলা ) নির্মাণ বাবত ব্যয় হচ্ছে ৫ কোটি ৫৪ লাখ ৫২ হাজার টাকা । সিসি ক্যামেরা মনিটরিং কক্ষ বাবত ৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে।

২০১৮-২০১৯ সালের ডিসেম্বরে গণপূর্ত বিভাগের কাজ সম্পন্ন হবে সে গুলো হলো : চাঁদপুর পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাকের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মাণ ও সিভিল, স্যানিটারি ও বৈদ্যুত্যিক কাজ,মেরিন একাডেমির আংশিক কাজ,পুলিম বিভাগের জরাজীর্ণ ভবন ,শাহরাস্তির পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ,দৃষ্টি প্রতিবন্ধীদের আবাসিক ভবন নির্মাণ,
গণপূর্ত বিভাগীয় প্রকৌশলীর আবাসিক ভবন নির্মাণ,সাব-রেজিস্টার অফিস ভবন নির্মাণ, এনএস আই ভবন, আলূর বাজার নৌ-পুলিশ ফাঁড়ি মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি নির্মাণ ও পুলিশ সুপার কার্যালয়ের বর্ধিত কাজের বাকী ১৫টি প্রকল্পের জন্যে ৬৪৮ কোটি টাকা ব্যয় হবে ।

যার কাজ ডিসেম্বর ২০১৮ এর মধ্যেই সম্পন্নহওয়ার কথা রয়েছে বরে গণপূর্ত বিভাগ চাঁদপুরের সূত্রে জানা গেছে।

একই রকম খবর

Leave a Comment