স্টাফ রিপোটার : কেন্দ্রীয় গনফোরামের জাতীয় সম্মেলন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা গনফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শহরের জেএমসেন গুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গনফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। তিনি তার বক্তব্যে বলেন, গনতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অর্ধীনে জনগন যেনো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং দলীয় করন ও দুনীর্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন বর্তমানে দেশে গনতন্ত্র ও ন্যায় বিচার ভোটাধিকার নেই বললেই চলে। ১৯৭১ সালের পর অনেক স্বৈরাচার ক্ষমতায় এসেছে কিন্তু টিকতে পারেনি। স্বৈরাচারী কায়দায় কখনই ক্ষমতায় টিকে থাকা যায়না। দেশের মালিক জনগন। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের জনগনের সেবক হিসেবে দেশ শাসন করা উচিত। সবাইকে মালিক হিসেবে একত্রে দাঁড়াতে হবে এবং ছাত্র আন্দোলনে যারা আটক রয়েছেন তাদেরকে ঈদের আগেই মুক্তি দিতে হবে।
চাঁদপুর সদর উপজেলা গনফোরামের সভাপতি এবি সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গনফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ –সভাপতি খোকন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক চিত্র শিল্পী আজাদ হোসেন । শ্রমিক গনফোরামের সাধারন সম্পাদক শহিদ বকাউলের পরিচালনা অনন্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা গনফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক রুহল মতিন, শহর গনফোরামের সভাপতি আবুল খায়ের, সাধারন সম্পাদক আবুল কাশেম মজুমদার, জেলা যুব গনফোরামের সাধারন সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর খান মহিলা গনফোরাম সভানেত্রী অ্যাডঃ জেসমিন বেগম, সাধারন সম্পাদিকা শিল্পী বেগম, জেলা কমিটির সদস্য অ্যাডঃ জসিম সরকার প্রমুখ।