স্টাফ রির্পোটার : চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০১৮ শনিবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নূরুর আমিন।
তিনি বলেন, জীবনে বড় হতে হলে মানুষকে স্বপ্ন দেখতে হয়। তবে গুমিয়ে গুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সে স্বপ্ন নয়। স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন যা আপনাকে গুমাতে দেয়না। আর এভাবে স্বপ্ন দেখতাম বলেই আমি আজ সচিব হতে পেরেছি। তাই জীবনে বড় হতে হলে তোমাদেরকেও সেভাবে স্বপ্ন দেখতে হবে।
অভিভাবক দের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবক যারা রয়েছেন তারাও আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। তারা পড়া লেখা করে কিনা, বিশেষ করে তারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে কিনা। মনে রাখবেন শতভাগ শিক্ষাব্যতিত কখনো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপশি শিক্ষকদের কেও ছাএদেরকে পড়ালেখায় মনোযোগী করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাক্তন শিক্ষক জীবন কানাই চক্রবর্তি, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রাক্তন ছাত্র অ্যাড. সেলিম আকবর।
বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ইসমাইল প্রধানীয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দন। এছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. তাজুল ইসলাম।