ইব্রাহিম খান : চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) বশির আহমেদ, জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোসাঃ সোহেলী সুলতানার পরিচালনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।