মৈশাদীতে জনতার হাতে গরু চোর চক্রের ৫ সদস্য আটক

স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে গতকাল ৯আগষ্ট সকাল ১১ টায় জনতার হাতে কসাই আলমসহ গরু চোর চক্রের ৫ সদস্য আটক।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রশাসনের সহয়তায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি’র নির্দেশে এস.আই আনোয়ার সংগীয় ফোর্স নিয়ে চোর ০৫(পাঁচ) সদস্যকে থানায় নিয়ে যান।

গরু চোরগন হচ্ছেনঃ মৈশাদী গ্রামের কসাই আলম,পাল বাজার বকুল তলা রোডের ফরিদ হোসেন,শহরের জামতলা রোডের ফয়সাল চৌধুরী,তরপুরচন্ডী গ্রামের ধলা বেপারী,হাপানীয়া গ্রামের মুন্না গাজী,উল্লেখিত চোর চক্র গরুচুরী করা ছাড়াও এলাকায় সিদল চুরি (হীন কাঁটা) ইয়াবা,গাঁজা ,মাদক ও নারী পাচারসহ বহু অপকর্মের সাথে জড়িত। কসাই আলমের আটকের খবরে এলাকার জনমতে স্বস্তি পেয়েছে।দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে ৬নং মৈশাদী ইউনিয়নের সচিব আবু বক্কর মানিক।

একই রকম খবর

Leave a Comment