স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ¦ালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বলেন, ২০১৮ইং সালের মধ্যেই হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আগামি বছরের মধ্যে দেশের সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী পাটওয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল, উপজেলা তরুণ লীগের সভাপতি আবু বকর সিদ্দিক সোহাগ প্রমূখ।
বক্তব্য শেষে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পালিশারা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুজ্জামান।
জেলা তাঁতী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম মারওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. হারুন অর রশিদ, গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম রাজু, যুগ্ম আহবায়ক রেজাউল করিম সুমন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মজুমদার, সহ-সভাপতি শাহিন মিজি, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন রাজ, সাধারন সম্পাদক এনাম হোসেনসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।