গুজব প্রতিরোধে সেনগাঁও বালিকা উবিতে সচেতনতামূলক সভা

এম এম কামাল : চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে গুজব প্রতিরোধকল্পে সচেতনতামূলক সভা রোববার (২৮ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রী ও শিক্ষদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, “কল্লা কেটে নেয়া, বাল্যবিবাহ, ছেলেধরা, মাদক এ সকল জরুরী গুরুত্ব বিষয় নিয়ে জেলা পুলিশ কাজ করছে। একজন পাগল, মানসিক ভারসাম্যহীন, ভিক্ষুক, মধু সংগ্রহকারীকে ছেলেধরা বলে মারধর করেছে।

তোমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে কেউ তোমাদের পথরোধ করলে ৯৯৯ নাম্বারে জানাবা। গভীর রাতেও প্রয়োজন হলে ফোন দিবা। ৯৯৯ এ ফোন করতে কোন প্রকার টাকা লাগে না।

তিনি আরো বলেন, গুজব ছড়িয়ে চাঁদপুরে মধু সংগ্রহকারী, মানসিক ভারসাম্যহীনকে মারধর করা হয়েছে। এ পর্যন্ত এধরনের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। গুজব ও বিভ্রান্তিমূলক কথা বলে একটি কুচক্রী মহল সমাজকে অস্থিরতার সৃষ্টি করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাকন চক্রবর্তী, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল করিম, মোঃ আহসান উদ্দিন, নিতাই দে, নাজরানা, ফাতেমা, ফারহানা প্রমূখ।

একই রকম খবর