“ছেলেধরা” গুজব সম্পর্কে শিক্ষা অফিসের চিঠি

চাঁদপুর খরব ডেস্ক : “ছেলেধরা” গুজবে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোথাও কোথাও নিরীহ লোককে হত্যার মতো নির্মম ঘটনারও অবতারণা হচ্ছে। এধরণের কর্মকা- কোন ভাবে কাম্য নয়।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এই মর্মে দির্দেশক্রমে সতর্ক করা যাচ্চে যে, কোন অবস্থাতেই শিক্ষার্থীদের কেন্দ্র করে এ ধরণের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তার জন্য সর্বদা সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে।

বিষয়টি মাধ্যমিক-২ এর সহকারী পরিচালক দূর্গা রানী সিকদার এর স্বাক্ষরিত চিঠি ও চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

একই রকম খবর