প্রেস বিজ্ঞপ্তি : দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই।
সোমবার বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
জনাব গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রেসক্লাব নেতৃবন্দের পক্ষ থেকে এ শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সমকাল জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।
নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল।
কিন্তু রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
এদিকে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুরস্থ বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।