স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোছল করতে গিয়ে বালুর বলগেটে নিচে তলিয়ে গিয়ে সোহেল(২৮) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় শহরের দক্ষিন গুনরাজদি নবনির্মীত দেশ এনার্জী পাওয়ারপ্লানের সামনে ডাকাতিয়া নদীতে এই ঘটনা ঘটে।
ঘটনার দুই ঘন্টা পর নদীর তলদেশ থেকে মৃত সোহেলের লাশ ভেশে উঠার পরে তাকে সাথে সাথে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত সোহেল ময়মনসিংহ জেলার ফরিদাকান্ধি থানার নানদাইল গ্রামের মোঃ সেলিমের ছেলে। গত বছর চাঁদপুরে দেশ এনার্জী বিদ্যুৎ পাওয়ারপ্লানে শ্রমিক সোহেল কাজ করতে আসে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শ্রমিক সোহেল কাজ শেষে ডাকাতিয়া নদীতে গোছল করতে যায়। সে নদীতে সাতাঁর কেটে নদীর মাঝ খানে আসলে এসময় একটি বালুর বলগেট এসে তার গাঁয়ের উপরে উঠিয়ে দেয়। এর পরেই সোহেল নদীর তলদেশে তলিয়ে গেলে তার মৃত্যু হয়। তার সহকর্মীরা ঘটনার পরেই নদীতে ডুবিয়ে তাকে খুঁজতে থাকে। পরে চাঁদপুরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা আসার পূর্বেই লাশ নদীতে ভেসে উঠে।
পরে তার উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে তার পরিবারের স্বজনরা এসে লাশ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে ফরিদাকান্ধি থানার নানদাইল নিয়ে যায়।