চাঁদপুর খবর রিপোর্ট : আসন্ন ঈদ-উল ফিতর ২০১৮ এর ছুটিকালীন সময়ে অর্থাৎ ১৮ জুন হইতে ২৪ জুন পর্যন্ত ৬ দিন জিটিসিএল কর্তৃক বাখরাবাদ -চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইন এর অন স্ট্রীম পিগিং কার্যক্রম চলাকালীন সময়ে চাঁদপুরে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি)এবং ফেনীর ডরিন পাওয়ার প্লান্ট এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর আওতাভুক্ত চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভুক্ত সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘœ ঘটতে পারে।
এছাড়া চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ল²ীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভুক্ত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘœ ঘটতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে এ বিষয়ে গত ১১ জুন চাঁদপুর শহরে গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করতে শোনা গেছে।
এ বিষয়ে কুমিল্লার বিপপন ডিভিশন বিজিডিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) ডিপার্টমেন্ট জানান, বাখরাবাদ -চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইন এর অন স্ট্রীম পিগিং কার্যক্রম চলাকালীন সময়ে চাঁদপুরে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি)এবং ফেনীর ডরিন পাওয়ার প্লান্ট এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তবে সমস্যা সমাধান হলে তা পূর্বের মতই সংযোগ চালু হয়ে যাবে।
এদিকে ৬ দিন বাখরাবাদ গ্যাস বন্ধ রাখার সিদ্বান্ত নিয়ে গ্রাহকদের মাঝে প্রশ্ন উঠেছে । গ্রাহকদের মাঝে এ নিয়ে আতংক বিরাজ করছে ।