গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শাহতলী উচ্চ বিদ্যালয়ের জয়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শাহতলী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে।

৬ সেপ্টেম্বর শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে খেলা সম্পূন্ন করা হয়। খেলায় ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শাহতলী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

খেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, ভ্যানু কেন্দ্রের প্রধান শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারি, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনায় ছিলেন ৩৭নং পশ্চিম ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চান্দ্র শীল।

খেলা সুষ্ঠ ও সুন্দর ভাবে সমাপ্ত হওয়ায় ভ্যানু কেন্দ্রের প্রধান শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারি,সকল শিক্ষক, শিক্ষিকা, খেলা পরিচালনা কমিটি সকলে ধন্যবাদ জানিয়েছেন।

 

একই রকম খবর