স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের মেঘনায় জেগে উঠা মিনি কক্সবাজারে ঘুরতে এসে কুমিল্লা শিক্ষাবোর্ড মডার্ন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফিদ (১৮) বুধবার (১২ জুন) দুপুর ১টায় নিখোঁজ হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারের জন্য দমকল বাহিনীর ডুবুরীরা অভিযান চালিয়ে যাচ্ছে।
চাঁদপুর শহর থেকে ৭কি:মি: দুরে জেগে উঠা মেঘনা ত্রিমোহনা সি-ব্রীজ ও মিনি কক্সবাজারের মেঘনা নদীতে সাঁতার দিয়ে আনন্দ করতে গিয়ে ৮ শিক্ষার্থীর মধ্যে মেঘনার ঢেউয়ের আঘাতে এক শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফিদ নামের কলেজ ছাত্র (১৮) তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
বুধবার (১২ জুন) সকালে ৮ জনের একটি দল কুমিল্লা থেকে চাঁদপুর মেঘনা চরে আসে। সেখানেই একত্রে গোসল করা অবস্থায় নিখোঁজ হয়। রাফিদ কুমিল্লা শিক্ষাবোর্ড মডার্ন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুর ২টায় চাঁদপুর শহরের মেঘনার পশ্চিম পাড় মিনি কক্সবাজার সিবীজে।
এ ঘটনার পর পর খবর পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ, ফায়ার সাভির্সের উপ-পরিচালক ফরিদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মীরা ও ডুবুরিরা মেঘনা নদীর পশ্চিম পাড়ের চর এলাকার নদী বক্ষে ব্যাপক তল্লাশী চালিয়ে যাচেছ, শিক্ষার্থীর লাশ উদ্ধার করার জন্য।
চাঁদপুর নৌ-থানার সেকেন্ড অফিসার গিয়াস উদ্দিন জানান, কুমিল্লা কলেজের ৮ শিক্ষার্থী চাঁদপুরে মেঘনার পশ্চিম পাড়ে জেগে উঠা মিনি কক্সবাজারে ঘুরতে আসে। তারা নদীতে নেমে সাতাঁর কেটে আনন্দ করছিল। হঠাৎ দুপুরে পানি বৃদ্ধি পেলে ৮ বন্ধু শিক্ষার্থী সাতাঁর দেওয়া অবস্থায় রাশেদুল ইসলাম রাফিদ মেঘনা নদীর ত্রিমোহনা এলাকায় তলিয়ে যায়। তাৎক্ষণিক ৭ শিক্ষার্থী বন্ধরা রাশেদুলকে অনেক খোঁজা খুজি করে না পেয়ে নৌ-পুলিশকে ঘটনা সম্পর্কে অবগত করে।
এ রিপোট লিখা পর্য়ন্ত নৌ-পুলিশের এ এস আই আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সাভির্সের উপ-পরিচালক ফরিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা মেঘনা নদীতে ব্যাপক তল্লাশী চালিয়ে যাচেছ।
নিখোঁজ শিক্ষাথী রাশেদুল ইসলাম রাফিদের সহপাঠী রুবায়েদ সাবাব সাংবাদিকদের জানান, বুধবার সকালে তারা ৮ বন্ধু চাঁদপুর বেড়াতে আসে। এ সময়ে তারা মেঘনা নদীর চরে (মিনি কক্সবাজার) যায়। সবাই মিলে পানিতে নেমে ডুবাতে থাকে। বেলা পৌনে ১টায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাঁতার না জানায় রাশেদুল ইসলাম রাফিদ পানিতে তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও রাফিদের সন্ধান পায়নি। খবর পেয়ে চাঁদপুর নৌ-দমকল বাহিনীর ডুবুরীরা এসে সন্ধান করতে থাকে। নিখোঁজ শিক্ষাথী রাফিদ কুমিল্লার বন কর্মকর্তা রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তাদের বাসা টমছম ব্রিজ এলাকায়।
নৌ-থানার অফিসার ইনচার্জ মো: আবু তাহের খান জানান, কুমিল্লার কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজা-খুজি করছে। এখনো পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর খোজ পাওয়া যায়নি।
৮ শিক্ষার্থীর মধ্যে সাতাঁর কাটার সময় ১ শিক্ষার্থী মেঘনা নদীতে ঢেউয়ের আঘাতে তলিয়ে গেছে। ঘটনা শুনার পর থেকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচেছ।