স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রাম এর নব নির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক, সাধারণ সভা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পারিবারিক মিলন মেলা ২০১৯, কর্ণফুলী শিশুপার্ক আগ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে সমিতি’র সভাপতি মোঃ মোস্তফা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহজ¦ আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্য্যালয়ের পরিচালক, মোহাম্মদ সাইদুল আরিফ, উপ-পরিচালক হাসান মাহামুদ।
বক্তব্য রাখেন সমিতি’র উপদেষ্ঠা মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, মহিব উল্লাহ মিয়া, ফখরুদ্দিন আহম্মেদ, সহ সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারী, মোঃ ফজলুর রহমান মজুমদার স্বপন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাবুল, সদস্য সচিব রেজাউল করিম ভূট্টো।
অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রামে বসবাসরত সহশ্রাধিক চাঁদপুরবাসীর অংশ গ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বেতার ও টেলিভিশনের শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহামিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র বলেন, একটি সুশৃংখল ও উন্নত জাতি গঠনে সামাজিক সংগঠনের ভুমিকা অপরিসীম এবং সদস্যদের নিয়ে অনুষ্ঠান করার জন্য চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রামের ভূঁয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন উপস্থাপক শাহাবু্িদ্দন মজুমদার।