চাঁদপুরে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিষয়ে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও দাবি পূরন, সড়ক ও মহাসড়ক দুর্ঘটনা হ্রাস, পরিস্থিতি নিয়ন্ত্রন এবং গণসচেতনা বিষয়ক অবহিতকরণ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর সদরসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, জেলার শিক্ষা বিষয়ক কর্মকর্ত, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন হোক এটা সকলের দাবি। আমরাও চাই নিরাপদ সড়ক। শিক্ষার্থীদের চলমান যে আন্দোলন এবং তাদের দাবি পূরনের যৌক্তিকতা রয়েছে। যে ঘটনানি ঘটেছে, সেটি প্রতিযোগ যোগ্য একটি দুর্ঘটনা। আজকে চালাকরা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাচ্ছে, এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে আসে। আর তখনই দুর্ঘটনা ঘটে। কিছু মালিক ও চালক অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা সৃষ্টি করছে। আমাদেরকে সচেতন হতে হবে। অনেক শিক্ষর্থীরা রাস্তায় হেডফোন কানে লাগিয়ে চলছে। এর কারনেও ঘটছে দুর্ঘটনা। সড়কে যে ধরনের দুর্ঘটনা ঘটছে, এ নিয়ে সরকার অগ্রগতি মূলক ভাবে কাজ করছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূনের জন্য সরকার চেষ্টা করছে।

তিনি বলেন, আমি মনে করি শিক্ষার্থীদের আন্দোলনে যৌক্তিকতা রয়েছে। তারা আমাদের চোখে আঙুল দয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় সমস্যা। কিন্তু তাদের আন্দোলনে এখন কিছু উদ্দেশ্যে নিয়ে আন্দলনে ঢুকে পড়েছে। তাদের বিষয় মাথায় রাখতে হবে, তাদের আন্দোলনের সাফল্য কিন্তু দৌড়গাড়য়। এখন এতে যাতে অন্যকোন অপশক্তি বাদাগ্রস্ত না করতে পারে। অপরাজিত সত্যান্বেশী মহল শিক্ষার্থীদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করছে। শিক্ষার্থীদেরকে বুঝতে হবে, কারা তোমাদের আন্দোলকে বিশৃঙ্খলা করতে চায়। তোমরা তাদের থেকে দুরে থেকে আন্দোলন করবে। আমরা চাই না তোমরা অশ্লিল ভাষা ব্যবহার করতে আন্দোলন কর। কারন এই অশ্লিল ভাষার ছবিগুলো কিন্তু বার বার ভেসে উঠবে। তোমাদের হাতে যদি কেউ অশ্লিল ভাষার ব্লেকার ধরিয়ে, তোমরা তাদের প্রতিহত করে ধরিয়ে দাও। এখন থেকে তোমাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, আন্দোলন কারীদের পুলিশের প্রতি যে ধারনা তৈরি করা হয়েছে। এটা তোমাদের পরিবর্তন করতে করতে হবে। পুলিশের ব্যর্থতা থাকতে পারে, তাই বলে পুলিশকে অশ্লিল ভাবে উসকানি মূলক কথা বলা ঠিক নয়। পুলিশ কিন্তু ধৈয্যের পরিচয় দিয়েছে। পুলিশ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে। এখন আন্দোলন কারীদেরও সহযোগিতা করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নিরাপদ সড়ক চাই। শিক্ষার্থীরা কোটা আন্দোলনও করেছে। কারন এখন শিক্ষার্থীরা সরকারি চাকরি করতে চায়। সরকার চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। আমি আন্দোলন কারীদের উদ্দেশ্যে বলবো, এ আন্দোলন যাতে অন্যকেউ ছিনিয়ে নিয়ে না যায়। এটা তোমাদের আন্দোলন। এর মধ্যে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা শিক্ষা অফিসার মো. সফি উদ্দিন, বিআরটিএর উপ-পরিচালক শেখ মো. ইমরান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরন দাস, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক, হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. হাসান খান, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, আল আমিন কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, বলাখাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন লিটন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, বিষ্ণুদী ইসলামি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন, আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রামপুর দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো, মাঈনুদ্দিন।

একই রকম খবর

Leave a Comment