স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পাল বাজারে প্রবেশের পর দেখা যায়, কতিপয় অসাধু দোকানিরা এমনভাবে তাদের পসরা সাজিয়ে চলাচল রাস্তা বøক করে বসেছে এতে করে সাধারন ক্রেতা বা জনসাধারন চলাচলে ব্যপক ভোগান্তির শিকার হচ্ছে।
দিনের পর দিন এভাবে চলতে থাকার কারনে অনিয়মটাই যেন নিয়মে পরিনত হয়েছে। এবিষয়গুলো যেন বাজার পরিচালনা কমিটির কতৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
বৃহস্পতিবার সরজমিনে পাল বাজারে প্রবেশের পর দেখা যায়, শুরুতেই ডান দিকের রাস্তায় ঘোষ কেবিনসহ আরো যে কয়টি মিষ্টির দোকান রয়েছে সেসব দোকানিরা তাদের দোকানের চুলা, জিলাপির হাড়িসহ বিভিন্ন মালামাল দিয়ে এমনভাবে পুরো রাস্তা দখল করে রেখেছে এতে করে সাধারন ক্রেতা বা জনসাধারন চলাচল করতে চরম ভোগান্তিত পড়ছে। শুধু তাই নয় অভিযোগ রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া মবিল মিশিয়ে তৈরি হচ্ছে এসব জিলাপি।
কয়েকজন সাধারন ক্রেতা জানান এসব দোকানিরা কারো কথা শুনেনা। এটা কোন সিস্টেম হলো, মানুষ চলাচলের কোন ব্যবস্থা নেই। তারা তাদের ইচ্ছেমত যা খুশি করছে। এ বিষয়ে যেন প্রশাসন কঠোর ভুমিকা গ্রহন করে এমনটাই মনে করছেন সাধারন ক্রেতা ও জনসাধারন।