প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির আয়োজনে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মে বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টে তা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর হাজীগঞ্জ সমিতির সভাপতি চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর বাহারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার আবুল বাসারের সঞ্চালনায় তা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সমিতির সদস্য নারী মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ সমিতির সদস্য অ্যাড. ইকবাল বিন বাশার, রোটাঃ কাজী শাহাদাত, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তাজ বিল্লাহ, এনএসআই কর্মকর্তা কৌশিক, ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ সেলিম খান, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, চাঁদপুর মডেল থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম,
হাজীগঞ্জ সমিতির মহিলা সম্পাদিকা রুমা পাটওয়ারী সহ সংগঠনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ সমিতির অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন।