চাঁদপুরের জুয়েলার্সের প্রতারনার মামলায় আপন দু’ভাই কারাগারে

চাঁদপুর খবর রির্পোট : প্রতারণরার মামলায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডে অবস্থিত শিল্পী শিল্পালয় জুয়েলার্সের পরিচালক আপন দু’ভাই বর্তমানে জেল হাজতে রয়েছেন।

আটক দুভাই হলো মালিক রন্জন কমকার (৫০) ও পরিচালক বিজয় কমকার(৪৫)পিতা মৃত:নারায়ন কমকার । চাঁদপুর মডেল থানা পুলিশ প্রতারনার মামলায় উক্ত দুই ভাইকে আটক করে ।মামলার ধারা ৪০৬ ,৪২০ ৫০৬ ধারা ।

তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার পরিপ্রেক্ষিতে আটক করে পুলিশ । বতমানে প্রতারক দুই ভাই চাঁদপুর জেলা কারাগারে রয়েছে ।

মামলা সূত্রে জানা যায় গত ১০ বছর ধরে বাবুরহাটে অবস্থিত শুভেচ্ছা গ্লোড ফ্যাশন এর পরিচালক ভূবন বনিক নির্ঝুম শিল্পী শিল্পালয়ের সঙ্গে স্বর্ণ বন্ধকের ব্যবসা করে আসছে।

এরমধ্যে গত প্রায় ৪/৫ বছর ধরে গ্লোড ফ্যাসনের সঙ্গে শিল্পী জুয়েলার্স এর পরিচালকেরা স্বর্ণ নিয়ে প্রতারনা করে আসছে। এই ব্যাপারে শুভেচ্ছা গোল্ড ফ্যাসন এর মালিক ভুবন বণিক নিঝুম বলেন, তাদের প্রতারণার বিষয়ে আমি জুয়েলার্স মালিক সমিতির কাছে কয়েকবার ব্যবস্থা নেওয়ার জন্য গিয়েছি। কিন্তু কোন সুরাহা না পেয়ে আইনের আশ্রয় নেই।

এবং গত অক্টোবর ২০২২ ফেনী জর্জকোর্টে তাদের বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ প্রতারনার মামলা দায়ের করি। উক্ত মামলায় শিল্পী জুয়েলার্স এর পরিচালক আপন দু’ভাই বতর্মানে চাঁদপুর কারাগারে রয়েছেন।

 

একই রকম খবর