চাঁদপুরের ডাকাতদলের সদস্য নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. জিয়া নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা চেষ্টাসহ ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার জিয়া ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের ওয়াজী উল্লাহর ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, জিয়া (২৮) চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর এবং লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন সময় ডাকাতির ঘটনায় জড়িত। ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে গ্রেপ্তার দুই ডাকাতের জবানবন্দি থেকে জিয়ার নাম বেরিয়ে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো বলেন, জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদক ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা চেষ্টাসহ ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০১৩ সালে ফরিদগঞ্জের বর্ডারবাজার এলাকায় দায়িত্ব পালনকালে থানার তৎকালীন ওসি মো. নাজমুল হককে গুলি করে হত্যার চেষ্টা চালান জিয়া। তিনি আন্তঃজেলা ডাকাতদলের মূল হোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া বলে ওসি জানান।

একই রকম খবর

Leave a Comment