চাঁদপুরের তিন উপজেলায় ভূমিহীন-গৃহহীনমুক্ত হবে

চাঁদপুর খবর রির্পোট: আজ চাঁদপুরের মতলব উত্তর, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২২র্মাচ সকালে তিনি দেশের অন্যান্য জেলার সাথে এ ঘোষনা দেবেন। এ উপলক্ষে ও নতুন করে ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ৬০টি গৃহ ও জমি ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।।

এই বিষয়ে গতকাল ২১মার্চ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করে এ তথ্য জানান তিনি ।

এর আগেও ২০২১ এবং ২০২২ সালে ১ম, ২য় এবং দ্বিতীয় কিস্তির গৃহ ও জমি উদ্বোধন ও হস্তান্তর করা হয়। সে সময়েও বিপুল সংখ্যক ঘর ও জমি উপকারভোগীদের কাছে সরবরাহ করা হয়। সে সময় রাত দিন পরিশ্রম করে জেলা ও উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের নেতৃত্বে নিখুতভাবে কাজগুলো সম্পন্ন করেন।

এরই ধারাবাহিকতায় বর্তমান জেলা প্রশাসক কামরুল হাসানও প্রধানমন্ত্রীর সবচাইতে বেশি অগ্রাধিকার পাওয়া এ প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত নির্বাচনে নির্বাচনী নির্বাচনী এস্তেহার বাস্তবায়নে মুজিববর্ষকে উপলক্ষ করে সারা দেশে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজ সম্পাদনে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, এই প্রতিশ্রুতি নিয়ে গৃহহীন-ভূমিহীনদের জন্য নামমাত্র মূল্যে ১টাকায় ২শতক জমি ও এর দলিল এবং এর উপর একটা সুন্দর পরিপাটি পাকা ঘর দেয়া শুরু করেন।

এই পর্যায়ে সারা দেশে ১ম পর্যায়ে ৬৩ হাজার ৯৯ পরিবার, ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩শ পরিবার, ৩য় পর্যায়ে ৫৯ হাজার ১শ ৩৩পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।।৪র্থ পর্যায়ে হস্তান্তরে গৃহের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮শ ২৭ টি। চাঁদপুরে ৪র্থ পর্যায়ে ৪শ ২০টি ভূমিহীন-গৃহহীন এর আওতায় এসেছেন।

এর মধ্যে ১ম পর্যায় ১৩৫টি, ২য় পর্যায় ১০৯টির মধ্যে ১শ ৩টি, ৩য় পর্যায় ১২৩টির মধ্যে ১শ ১৬টি ও চতুর্থ পর্যায় ৬০টি।।এগুলোর মধে কচুয়ায় ১৮টি, ফরিদগঞ্জে ৩১টি, শাহরাস্তিতে ২টি, চাঁদপুর সদরে ৪টি, হাজীগঞ্জে ৫টি।

একই রকম খবর