স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হিসেবে মোঃ আসাদুজ্জামান যোগদান করেছেন। ২১ জুন শুক্রবার তিনি চাঁদপুরে এ পদে তার নতুন কর্মস্থলে যোগ দেন।
জানা যায়, মোঃ আসাদুজ্জামান পটুয়াখালী জেলা সদরের পৌর ৬ নং ওয়ার্ডের চরপারা মহল্লার মোঃ শাহজাহান মিয়া ও খাদিজা বেগমের ছেলে। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে মোঃ আসাদুজ্জামান মেঝো।
তিনি ১৯৮৩ সালের ১১ই নভেম্বর জন্মগ্রহণ করেন। আরো জানা যায়, ১৯৯৯ সালে তিনি পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০১ সালে ঢাকা রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি শেষ করেন। পরে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় থেকে ২০০৬ সালে সরকার ও রাজনীতি বিষয়ে অনার্স এবং ২০০৮ সালে মাস্টার্স শেষ করেন।
পরে ৩০ তম ব্যাচের বিসিএস এ উর্ত্তীর্ণ হওয়া এই মোঃ আসাদুজ্জামান বরিশালের এয়ার পোর্ট থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে চাকুরী জিবন শুরু করেন। পরে তিনি সেখান থেকে স্বপদে বদলী হন বরিশালেরই বন্দর থানায় এবং পরে কতুয়ালী মডেল থানায়। সেখান থেকে কঙ্গোতে ১ বছরের জন্য মিশনে যান এবং মিশন শেষ করে পদন্নোতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হেডকোয়ার্টার এর দায়িত্বে নিয়োজিত হন।
এদিকে চাঁদপুরের নবাগত এই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সাথে আলাপ হলে তিনি জানান, পুলিশ জনগণের সেবক।তাই জনগনই পুলিশের চরিত্র নির্ধারণ করে দিবে। জনগণ যেমন চাইবে পুলিশ তাদের কর্মকান্ড তেমনিভাবেই পরিচালনা করবে। তবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করে এগিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।