চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দায়িত্ব পেলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপসচিব মোহাম্মদ শওকত ওসমান ।
গত ১৪ জুলাই থেকে তিনি এ দায়িত্ব গ্রহন করছেন । তিনি আগামী ২২ জুলাই পর্যন্ত চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ।
জানা গেছে,চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপসচিব মোহাম্মদ শওকত ওসমান একজন জনবান্ধব ও দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে চাঁদপুরে ব্যাপক পরিচিতি পেয়েছেন ।
তিনি জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইনোভেটিব ও জনবান্ধব কাজের জন্য পুরস্কৃত হয়েছেন ।
এদিকে বর্তমান চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিতে সরকারি সফরসূচীতে ঢাকায় অবস্থান করছেন । আশা করা যাচ্ছে ২৩ জুলাই তিনি কর্মস্থলে যোগ দিতে পারবেন ।