স্টাফ রিপোর্টার : চাঁদপুর মোলহেডের পুরানবাজার দুধপট্রি এলাকায় বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে জাহাজ ডুবির ঘটনায় ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
জাহাজের চালক মাইনুদ্দিন জানান, মংলা থেকে ১২ টন পাথর নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন তারা। ঘটাস্থলে আসলে হাইস্পিড কোস্পানির সামিয়া-২ তেলবাহী ট্যাংকার ওভার ট্যাকিং করার সময় এমভি সোয়াইবা মুন্সি এক্সপ্রেস নামক পাথর বোঝাই ঢেক বরাবর সজোরে আঘাত করে। এতে জাহাজের ওই অংশ ফেটে নদীতে ডুবে যায়।
এসময় মাস্টার, গ্রিজার ও সুকানীসহ ১০ জন নদীতে ঝাঁপ দেয়। তারা ডাক চিৎকার করলে পাড়ে থাকা জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১০ জন শ্রমিককে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, নজরুল ইসলাম (৩২) ইমন (২৩) শরীফুল ইসলাম (৩৫) মহিউদ্দিন (৩২) রাজিব (২৫) আরিফ (৩২) ছগির (৩০) ইয়াদুল (১৮) সাফায়েত (২০) ও আলমগীর (৩২)।
জেলে ররহমান হাওলাদার জানান, দুধ পট্রি এলাকায় তেলের ট্যাংকারের বাড়ি খেয়ে মালবাহী জাহাজ ডুবে যায়। পরে শ্রমিকদের ডাক চিৎকার শুনে পাড় থেকে ইঞ্জিত চালীত নৌকা নিয়ে ১০ জন শ্রমিককে উদ্ধার করে।
বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর সরদার বলেন, আমরা শ্রমিক ফেডারেশনের লোকজনসহ ঘটনা জানতে পারে নৌ পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করি। তবে কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. আবু তাহের জানান, জাহাজ ডুবির ঘটনা শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহযোগিতায় জাহাজের ১০ জন শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় কোন নিখোঁজ নেই। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছেন।