চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের ধর্নাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে । সেই সাথে রাজনৈতিকদলগুলোর প্রতিও একই আহবান জানানো হয়েছে ।
এ শীতের মৌসুমে গরিব, অসহায়, দুঃখী মানুষকে সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র দিয়ে সাহায্য করুন! বিশেষ করে গ্রামাঞ্চলে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শীতের তীব্রতা দিন দিনই বাড়ছে । তাই ছিন্নমূল ও ভারমান মানুষের দুভোর্গ বাড়ছে ।
এ দিকে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান শহরের বিভিন্ন স্থান ঘুরে এবং নদীর পাড়ের বেদে পল্লীতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নদীর পাড়ের বেদে পল্লী, বড় স্টেশন, লঞ্চঘাট ও কোর্ট স্টেশনে শীত বস্র ও কম্বল বিতরণ করেন। উপজেলা পর্যায়ে ইউএনওগণ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন।
বিশেষ করে চাঁদপুরের চরঅঞ্চলের মানুষগুলো শীতে কাবু হচ্ছে। আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মেই ঋতুর পালাবদল ঘটে।
প্রকৃতির আচরণ মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে। হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে। প্রচণ্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য হতদরিদ্র অনেক মানুষেরই নেই ন্যনতম শীতবস্ত্র, খাদ্যদ্রব্য, ওষুধপথ্য, উপযুক্ত আশ্রয় বা বাসস্থান।
হাড়কাঁপানো শীতে তাদের কাউকে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হয়। ছিন্নমূল অসহায় মানুষকে খড়কুটা জ্বালিয়ে শীত মোকাবিলার প্রয়াস চালাতে দেখা যায়। তাই সবার প্রতি দয়া প্রদর্শন করতে বলা হয়েছে। যার অন্তরে দয়ামায়া আছে, যে পরোপকারী, আল্লাহ তাকে ভালোবাসেন। এজন্য সকল সামাজিক কর্মী, ধন্যাঢ্য ব্যাক্তিবর্গ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান।