স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় বুধবার (১৭ জুলাই) চাঁদপুর জেলায়ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশিত অনুযায়ী জেলা শহরের শীর্ষ ৩ কলেজে মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
কজেল গুলো হলো : চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও আল-আমিন স্কুল এন্ড কলেজ। এ তিন প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিলো ১৯শ’ ১৯ জন। পাশ করেছে ১৬শ’ ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
এ বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শাখা থেকে মোট ৫শ’ ৩৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪শ’ ৮৬ জন কৃতকার্য হয়। এর মধ্যে তিনটি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। মানবিক বিভাগ থেকে ১শ ৯৬জন পরীক্ষা দিয়ে ১শ ৬৭ জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ২শ’ ৬জন পরীক্ষা দিয়ে ১শ’ ৯২ জন উত্তীর্ণ হয়েছে। ব্যবসা শিক্ষা শাখা থেকে ১শ’ ৩৪ জন পরীক্ষা দিয়ে ১শ’ ২৭ জন উত্তীর্ণ হয়েছে। মোট পাশ করেছে ৪শ ৮৬ জন। গড় পাশের হার ৯০.৬৭।
অপরদিকে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এই তিনটি বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯শ’ ৩৬ জন। পাশ করেছে ৭শ’ ৭৯ জন। এর মধ্যে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৮ সালে মোট পরীক্ষার্থী ছিল ৮শ’ ৮১ জন। পাশ করেছিল ৬শ’ ৬৪ জন। জিপিএ-৫ পেয়েছিল ১২ জন। যা বিগত বছরের তুলনায় এ বছর অনেক বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। গড় পাশের হার ৮৩.২৩।
আল-আমিন স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪শ৭৭ জন। পাশ করেছে ৪শ ১৭ জন। গড় পাশের হার ছিল ৮৭.৪২। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১শ ৮৭ জন। পাশ করেছে ১শ ৭৮ জন। জিপিএ৫ পেয়েছে ১৬ জন। ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১শ ৩৯ জন। পাশ করেছে ১শ ১১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১শ ৫১ জন। পাশ করেছে ১শ ২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে পরিচালিত বিএম শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৬ জন। পাশ করেছে ৫৫ জন। পাশের হার ৯৮.২১।