চাঁদপুরের সাবেক পৌর চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোটার : চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট পাট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক সামছুদ্দিন আহমেদ বিএ’এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৬ এপ্রিল শুক্রবার এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুপুরে ফরিদগঞ্জের ১০ নং গোবিন্দপুর নিজ বাড়িতে এবং বিকেলে শহরের মিশন রোডস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মিশন রোড মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর মাওলানা খাজা অলিউল্লা।

বাদ আছর শহরের মিশনরোডস্থ শাহি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পূবে বক্ত্যব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। মিলাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও মরুহুমের ভাই শফিউদ্দিন আহমেদ , জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ,

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমউল্লা সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, মরহুমের ছেলে সালাউদ্দিন আহমেদ শান্ত, শরীফউদ্দিন পলাশ সহ জনপ্রতিনিধি, রাজনিতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, খেলোয়াড় সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগন।

উল্লেখ্য ২০১৬ সালের ২৬ এপ্রিল দুপুর ১টা ১৫ মিনিটে চিকিস্যাধীন অবস্থায় তিনি ঢাকার আনোয়ার খান মডান মেডিকেল কলেজ হাসাপাতালে সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৭ মেয়ে সহ আত্বীয়স্বজন, নাতী-নাতনী ও শুভাকাঙ্গি রেখে যান।

একই রকম খবর

Leave a Comment