চাঁদপুরের সাবেক ২ ওসির এএসপি হিসেবে পদোন্নতি লাভ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার চাঁদপুর সদর মডেল থানার সাবেক ওসি (অফিসার ইন-চার্জ ) ওয়ালী উল্ল্যাহ অলি ও সাবেক ওসি (অফিসার ইন-চার্জ )মোঃ নাসিম উদ্দিন সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।

গতকাল ১১ সেপ্টেম্বর (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

একই আদেশে দেশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ৫৫জনকে সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।

তাদের পদোন্নতির বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার সাবেক ওসি ওয়ালী উল্ল্যাহ অলি ও সাবেক ওসি মোঃ নাসিম উদ্দিন দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে নিশ্চিত করেন।সেই সাথে উভয়েই চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন ।

জানা গেছে, সাবেক ওসি ওয়ালী উল্ল্যাহ অলি বর্তমানে ঢাকার এসবিতে কর্মরত আছেন এবং সাবেক ওসি মোঃ নাসিম উদ্দিন ঢাকায় সিআইডি হেডকোয়ার্টারে কর্মরত আছেন ।

সাবেক ওসি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার ওয়ালী উল্ল্যাহ অলি চাঁদপুরে থাকাকালীন নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। পরে তিনি চাঁদপুর থেকে বদলী হয়ে কচুয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।সেখার থেকে পরবতর্েিত ঢাকার এসবিতে রয়েছেন ।

সাবেক ওসি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার মোঃ নাসিম উদ্দিন গত ২ ফেব্রুয়ারী চাঁদপুর সদর মডেল থানা থেকে বদলী হয়ে ঢাকা সিআইডিতে যোগদান করেন। তিনি চাঁদপুরে ওসি থাকাকালীন করোনাকালীন চাঁদপুরবাসীকে সব প্রকার সেবার পাশাপশি অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।এ ছাড়াও দায়িত্ব পালনে যথেস্ট সুনাম অর্জন করেছেন ।

অভিনন্দন

এদিকে, চাঁদপুর জেলার চাঁদপুর সদর মডেল থানার সাবেক ওসি ওয়ালী উল্ল্যাহ অলি ও সাবেক (ওসি) মোঃ নাসিম উদ্দিন সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সেই সাথে তাদের দুজন দক্ষ পুলিশ অফিসারের প্রতি শুভ কামনা জানিয়েছেন তিনি।

একই রকম খবর