চাঁদপুরের ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে শোভাযাত্রা

স্টাফ রিপোটার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের ১০৬টি উপজেলার সাথে চাঁদপুরের ২টি সংসদীয় আসন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করণ উপলক্ষে আনন্দঘণ মূহুর্তে স্মরণীয় করে রাখতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী, সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ-সচিব শওকত ওসমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কেফায়েত উল্যাহ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু তাহের, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আবদুল লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান খান প্রমূখ।

রেলি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ সকালে। ভিডিও কনফারেন্স শেষে সকলকে শুভেচ্ছা জানান, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। চাঁদপুরের শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হলো চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা।

একই রকম খবর

Leave a Comment