চাঁদপুরের ৭জন সর্বোচ্চ করদাতা মনোনীত

বিশেষ প্রতিনিধি : বিদায়ী অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর জেলায় ৭ জন সর্বোচ্চ করদাতা মনোনীত হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে কুমিল্লার হোটেল নূরজাহানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

নির্বাচিত সর্বোচ্চ করদাতারা হলেন : দীর্ঘমেয়াদী করদাতা ক্যাটাগরিতে চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, ফরিদগঞ্জের ডা. পরেশ চন্দ্র পাল, সর্বোচ্চ করদাতা ক্যাটাগরীতে চাঁদপুর শহরের ঠিকাদার ফারুক আহমেদ আখন্দ, হাজীগঞ্জের হান্নান ফিলিং স্টেশনের আব্দুল হান্নান, চাঁদপুর শহরের বিকাশের এজেন্ট আ. লতিফ তপদার।

এছাড়া নারী করদাতা হলেন এনবিআর’র সদস্য মেফতাউদ্দিনের স্ত্রী শহরের হাকিম প্লাজার নিবাসী মাহবুবা আক্তার লিপি। তরুন সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের ডা. পরেশ পালের ছেলে পলাশ চন্দ্র পাল।

একই রকম খবর